খাতুনগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

3

নিজস্ব প্রতিবেদক

দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে মসলার বাজারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় বেশি দামে মসলা বিক্রিসহ নানা অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, শনিবার দুপুরে খাতুনগঞ্জে বেশি দামে মসলা বিক্রি, মূল্যতালিকা না রাখা, মূল্যতালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার খবর পাই। পরে সেখানে অভিযান চালাই। তথ্যের সত্যতা পাওয়ায় ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, মসলার দাম পাইকারি বাজারে প্রতিনিয়তই উঠানামা করায় মূল্য তালিকা সময়মতো হালনাগাদ করা হয় না।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক মো. বেলাল উপস্থিত ছিলেন। এসময় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রমে সহযোগিতা করে।