খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ ৭

49

খাগড়াছড়ির খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দ্বগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকার মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানের একটিতে আকস্মিক এই বিস্ফোরণ ঘটে। এতে পাশের মুদি দোকানে রাত্রীযাপন করা স্বামী-স্ত্রীসহ সাতজন দ্বগ্ধ হন। তারা হলেন ভূবন বিকাশ চাকমা (৫০), আব্দুল হামিদ (২৩), মো. জমির (২২), মাহমুদ উল্লা, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা ও তার স্ত্রী মিনতি চাকমা।
এদের মধ্যে প্রথম চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঙালি তিনজনের বাড়িই চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় দোকান ঘরের ওয়াল ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্ত হয় ইয়ংস্টার ক্লাবের একাংশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। তার আগেই স্থানীয়রা দ্বগ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন জানান, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।