ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

4

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, সরকার ক্রীড়াঙ্গন উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি করে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি হচ্ছে। আশা করছি একদিন এসব মাঠের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের সুনাম বয়ে নিয়ে আসবে। তিনি গতকাল ২৬মে রবিবার ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ’২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। খেলায় নারায়নহাট ডিগ্রি কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফটিকছড়ি সরকারি কলেজ। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন মো. নাছির, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা, নারায়ণহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌহিদুল আলম, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান, আবুল কাসেম, মো. জাহাঙ্গীর, ইফতেখার উদ্দিন লাভলু, মউনুল করিম সাকি, মো. শাহাজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, মো. সাজ্জাদ, মো. ববি প্রমুখ।