ক্রিকেটকে বিদায় বললেন ধাওয়ান

3

স্পোর্টস ডেস্ক

চোট আর অফ-ফর্মের কারণে ভারতের জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। নিয়মিত হতে পারছিলেন না ঘরোয়া ক্রিকেটেও। এবার আন্তর্জাতিক ও ঘরোয়া- সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ অবসরের সিদ্ধান্ত নিজেই জানিয়েছেন ক্রিকেট মাঠে গাব্বার সিং খ্যাত এই বাঁহাতি ওপেনার। তবে খেলোয়াড়ি জীবন ছাড়লেও খুব শিগগিরই ক্রিকেট মাঠেই অন্য ভূমিকায় দেখা যেতে পারে তাকে। যদিও এরইমধ্যে চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে।
ভারতের জার্সিতে ১৩ বছর খেলেছেন ধাওয়ান। এ সময়ের মধ্যে তিনি ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ২৩১৫, ওয়ানডেতে ৬৭৯৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৭৯ রান করেছেন এই ব্যাটার। আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ব্যাটার ছিলেন ধাওয়ান। ২২২ ম্যাচ খেলে করেছেন ৬৭৬৯ রান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জিতেছেন আইপিএল শিরোপা।