কোপা আমেরিকা ফুটবলে প্রথমবার নারী রেফারি

3

স্পোর্টস ডেস্ক

আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। যেখানে প্রথমবারের মতো নারী রেফারি রাখার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। গতকাল এক বিবৃতিতে নারী রেফারিদের নাম ঘোষণা করে সংস্থাটি। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের আসর। যেখানে ৮ জন নারী রেফারিসহ ১০১ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন রেফারিংয়ের দায়িত্বে। ২০২১ সালে প্রথম নারী রেফারি হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন ব্রাজিলের এদিনা আলভেস। ২০২২ বিশ্বকাপে বাক এবং নেসবিত একইভাবে ম্যাচ পরিচালনা করার ইতিহাস গড়েন। পেনসো, মায়ো এবং নেসবিত ২০২৪ সালে ফ্রান্স অলিম্পিকের ফুটবল ইভেন্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।