কোপার ফাইনালে আর্জেন্টিনা

8

স্পোর্টস ডেস্ক

কানাডার জালে দুই গোল দিয়ে বুধবার কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে এবারের আসরে সেমিফাইনালে উঠে যায় কানাডা। কিন্তু তাদের স্বপ্নের দৌড় থেমে গেল মেসি-অ্যালভারেজদের সামনে।
এদিন প্রথম ৮-১০ মিনিট প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়টা নিজেদের মতো করে মেসিরা নিয়ন্ত্রণ করলেন খেলার গতি।
তবে মেসিদের বিরুদ্ধে উত্তর আমেরিকার দেশটি আগ্রাসী, ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করেছে। আর্জেন্টিনার প্রথম গোল আসে ম্যাচের ২৩ মিনিটে। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান, ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন অ্যালভারেজ। ৫১ মিনিটে ২য় গোলটি করেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এটাই এবারের আসরে তার প্রথম গোল। মেসি অফসাইডে ছিলেন অভিযোগ হলেও রেফারি ‘ভিএআর’-এর সাহায্য নিয়ে জানিয়ে দেন, গোলটি বৈধ। এই গোলে মেসি স্পর্শ করলেন নতুন মাইলফলক।
ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রতিযোগিতার অপর সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় আরেক হট ফেবারিট উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। এই ম্যাচে যারা জিতবে, তারাই হবে সোমবারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ।