কোচ হিসেবে কত বেতন গম্ভীরের?

9

স্পোর্টস ডেস্ক

ভারতের ক্রিকেটারদের বেতনও বেশ উঁচুমানের। বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ ফি বা অন্যান্য সুবিধা বাদে স্রেফ বেতন বাবদই পেয়ে থাকেন মাসে ৭ কোটি রুপি করে। এমন একটি ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের এই সাবেক ক্রিকেটারের সুযোগ-সুবিধাও যে বেশ লোভনীয় হবে, সেটা সহজেই অনুমেয়। কিন্তু সেটা কতটা? ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হলেও বেতন নিয়ে আলোচনা শেষ হয়নি। গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে চূড়ান্ত আলাপ না হলেও টাকার অঙ্ক কেমন হবে, তার একটি ধারণা দিয়েছে সূত্রটি, ‘রবি শাস্ত্রী যে দিন কাজ শুরু করে, তখন পর্যন্ত ওর সঙ্গে চুক্তি হয়নি। গৌতমের ক্ষেত্রেও আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।’
ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। তবে গম্ভীর এর চেয়ে বেশিই পেতে পারেন। বেতনের বাইরে অন্যান্য সুযোগ-সুবিধাও কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার (২১ হাজার রুপির মতো) করে। এ ছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে।