কেনিয়ায় সোনার খনি ধসে নিহত ৫

18

কেনিয়ার উত্তরাঞ্চলের একটি অবৈধ সোনার খনি ধসের ঘটনা ঘটেছে। শুক্রবারের (২৪ মে) ওই দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
শুক্রবার ইথিওপিয়া-কেনিয়ার সীমান্তের কাছে দাবেল এলাকায় হিলো খনি ধসে পড়েছে। ভূমিধসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মারসাবিট কাউন্টি পুলিশ কমান্ডার প্যাট্রিক এমওয়াকিও বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন শ্রমিকরা। তিনি আরও বলেন, সেখানে আর কাউকে পাওয়া যায়নি। তবে আরও কেউ নিখোঁজ আছেন কিনা সেটিও জানা যায়নি।
মার্চ মাসে এই এলাকাটিকে অস্থিতিশীল বলে খনির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কিথুরে কিনডিকি। কারণ ওই সময় সংঘর্ষে সাতজন নিহত হন। খনির কার্যক্রম আইন লঙ্ঘন করেছিল।
কারণ কোনও পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হয়নি। গ্রামবাসীরা বলেন, নিষেধাজ্ঞা দেওয়া সত্তে¡ও খনন কাজ চলছিল। তাই এই কার্যক্রমের জন্য কর্তৃপক্ষকেই দোষারোপ করেছেন তারা।