কৃষকদের বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ

2

বোয়ালখালী প্রতিনিধি

আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি এবং নারিকেল প্রণোদনার আওতায় বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭০০ জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ জানান, উপজেলার ৭০০ কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি উপসি জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি ও নারিকেল চারা প্রণোদনার আওতায় ৭০০ কৃষককে ৫টি করে প্রত্যেককে স্থানীয় ও দেশি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর নওশাদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে ও উদয়ন আশ্চর্য।