কুতুবদিয়ার তাবালের চর এলাকায় চাঁদা দাবি প্রতিপক্ষের হুমকিতে ঘরছাড়া ৩ সহোদর

5

কুতুবদিয়া প্রতিনিধি

কুতুবদিয়া দ্বীপের তাবালের চর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের মারধর ও প্রাণ নাশের হুমকিতে এলাকা ছাড়া হয়েছে তিন সহোদর। ঐ এলাকায় একতা ক্লাবের নাম ভাঙ্গিয়ে ১০/১২ জন যুবক বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে আইনশৃংখলা চরম অবনতি ঘটিয়ে ইয়াবা সেবনের জন্য চাঁদাবাজি, ছিনতাই,সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকার লোকজনকে অতিষ্ঠ করে তুলেছে। গত ২৫ জুলাই রাতে তাবালেরচর এলাকার একতা ক্লাবের সদস্য একই এলাকার সাদ্দাম হোসেন, সোনা মিয়া, আছাব উদ্দিন, আবদু শুক্কুর, কোরবান আলী, মোহাম্মদ কালু, শফিউল আলমসহ দলবদ্ধ হয়ে মৃত কবির আহমদের পুত্র মৎস্য ব্যবসায়ী আমিন নুরের থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে গুরুতর জখম করে। এসময় আমিন নুরের চিৎকার শুনে সহোদর ভাই ছৈয়দ নুর, লিয়াকত আলী তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। এরপরও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি। ছৈয়দ নুর এলাকায় ছোট একটি ব্যবসায় করে। লেয়াকত আলী দিন মজুর। ঘটনার পর অসুস্থ আমিন নুর ও ছৈয়দ নুর, লেয়াকত আলী সন্ত্রাসীদের হুমকিতে মুখে ঘরবাড়িতে যেতে পারছেন না। প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদেরকে। এ ভয়ে তিন সহোদর বিগত এক সপ্তাহ ধরে বাড়ি যেতে পারছে না। নিরুপায় হয়ে মোঃ আমিন নুর বাদি হয়ে গত ১ আগস্ট কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। অপর দিকে সাদ্দামের চাচা সৈয়দ নুর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর হয়। এ ঘটনায় সাদ্দাম আহত হয়েছে। তবে এ ঘটনাটি স্থানীয় ইউপির সদস্যের নিকট বিচারাধীন আছে বলে দাবি করেন।
আমিন নুর, ছৈয়দ নুর, লেয়াকত আলী সন্ত্রাসীদের হুমকির মুখে ঘরছাড়া হয়ে জাতিকে জানানোর জন্য সাংবাদিক সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে উল্লেখিত একতা ক্লাবের নামধরী সদস্যদের বিরুদ্ধে ইয়াবা সেবনের টাকার জন্য চাঁদা দাবির অভিযোগ তুলেন।