কুচক্রী মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে

2

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নগরীর সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির, গির্জাসহ ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নেতৃবৃন্দ নগরীর চট্টেশ্বরী রোডস্থ চট্টেশ্বরী কালী মন্দির, প্রবর্তক মোড়স্থ শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, শ্রী শ্রী কেবাল্যধাম মন্দির, গোলপাহাড়স্থ মহাশ্মাশান কালী মন্দির, নব পন্ডিত বিহার, ক্যাথলিক চার্জ ও চট্টগ্রাম অখন্ড মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সভাপতি ড. বেলাল নুর আজিজ, নগর সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদের, ছাত্রনেতা মুহাম্মদ মুমিত প্রমুখ।
মতবিনিময়কালে জান্নাতুল ইসলাম বলেন, স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে একটি কুচক্রী মহল দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য বহির্বিশ্বকে হত্যা, লুটপাট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকে ফুটিয়ে তোলা। আমাদের কর্মীরা কুচক্রী মহলের এই নীলনকশা ভঙ্গুর করে দিয়েছে। আমরা ৫ আগস্ট থেকে মন্দির, গির্জাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি পাহারা দিয়ে আসছি। আইনশৃঙ্খলার উন্নয়নে থানা, পুলিশ লাইন্স, ফাঁড়িসহ সরকারি সকল স্থাপনা পাহারা দিচ্ছি। যতদিন পরিস্থিতির উন্নয়ন না হবে আমরা মাঠে। তিনি আরো বলেন, অনেক রক্তের বিনিময়ে ছাত্রজনতার এই গণঅদ্ভুথান যেন কোনভাবেই নস্যাৎ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। পুলিশ বাহিনীকে তাদের কর্মস্থলে ফিরে ন্যায় এবং সততার সাথে কাজ করার আহবান জানান। আপনারা কাজে যোগ দিন আমরা আপনাদের পাশে থাকবো। তিনি সংখ্যালঘুদের গুজবে কান না দিয়ে সচেতন হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। খবর বিজ্ঞপ্তির