কিন্ডারগার্টেন এসো’র সভা ও বৃত্তিপ্রাপ্তদের সনদ বিতরণ

4

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ৮ জুন চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হল মিলনায়তনে ২০২৩ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য দেন বি কে এ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার। উদ্বোধনী বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম নুরুল বশর ভূঁইয়া। বি কে এ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন লুভনা হুমায়ুন সুমির সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম। কোরান হতে তেলওয়াত করেন মো. ছায়েদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী, বি কেএ’র অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম, সাহিত্য ও সাংষ্কৃতিক সচিব সিকদার আবুল কালাম আজাদ, সহশিক্ষা সচিব উদ্দিন রোহিত, পলোগ্রাউন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, কেন্দ্রীয় সদস্য ডিআইএম জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সহ সভাপতি মো. নাজিম উদ্দিন, এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আবছার, শিক্ষা সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা সরকার নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রধান সহায়ক। এই ব্যবস্থায় কয়েক লক্ষ শিশু এসব বিদ্যালয়ে অধ্যয়ন করে। সকলের উচিত হবে এসব বিদ্যালয়ে যেন শিক্ষার গুণগত মান দিনদিন বৃদ্ধি পায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা।
সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি, নেতৃবৃন্দ নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি