কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে: শাকিব খান

1

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। রায়হান রাফী নির্মিত এই ছবি ইতোমধ্যেই বøকবাস্টার তকমা পেতে চলেছে। ফলে গেল তিনটি ঈদেই পরপর তিনটি সফল সিনেমা উপহার দিলেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। তুফানের দারুণ সফলতার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। যেখানে ক্যারিয়ার, ভক্ত-অুনরাগী, ঢালিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের সুপারস্টার হওয়ার কোনও সুবিধা বা অসুবিধা আছে কি না, এমন প্রশ্নে নায়ক বলেন — ‘শুধু বাংলাদেশ নয়, বড় পজিশন লিড করার সুবিধা-অসুবিধা সব জায়গায় আছে। বড় পজিশনে যিনি থাকেন, তিনি এটা অনুধাবন করতে পারেন। তার আশপাশের কাছের মানুষরা অনুভব করতে পারেন। এখন আমাদের ইন্ডাস্ট্রি আবার নতুন করে ভালো স্থানে যাচ্ছে। সেইসঙ্গে গেøাবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে।’
একটা লম্বা সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির সেরা নায়ক শাকিব খান। এত বছরেও আপনি অপ্রতিদ্ব›দ্বী কেন, এমন প্রশ্নের নায়কের সাফ উত্তর- ‘এখানে আমি প্রতিযোগিতা করতে আসিনি। যে যার অবস্থান থেকে ভালো কাজের চেষ্টা করছে। আমার সিনেমা মানুষ দেখছে, অন্যদের সিনেমাও তো দেখছে। আমি এটাকে প্রতিযোগিতার জায়গা হিসেবে কোনোদিন দেখিনি। শুরু থেকে আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করে যাচ্ছি। আমি-সহ আমাদের এখানকার আরিফিন শুভ ওপার বাংলার বুম্বাদা অর্থাৎ প্রজেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব প্রত্যেকে বাংলা সিনেমার নায়ক। বাংলা সিনেমার কারণে আমরা মানুষের ভালোবাসা পাই। আমার বিশ্বাস তারা প্রত্যেকে এটাই মনে করেন, নিজেদের সেরাটা দিয়ে বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিশ্বের কাছে তুলে ধরতে হবে।’ ক্যারিয়ারে একের পর এক সাফল্যে থাকলেও শাকিবকে নিয়ে ব্যক্তিজীবনে বিতর্কের শেষ নেই। এতসব বিতর্ক সামলান কীভাবে? শাকিব বললেন, ‘কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে। আমি এসবে ঘুরে তাকিয়ে সময় নষ্ট করিনা। অজ্ঞরা অনেক সময় মহাপন্ডিতের মতো কথা বলে, যেগুলো ভিত্তিহীন। এগুলো দেখলে জীবন থেকে সময়গুলো বৃথা যাবে। আমার ধারণা, কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষও এসব কেয়ার করেন না।’