কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

1

নিজস্ব প্রতিবেদক

সংস্কারাধীন কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়েছে একটি লাইটারেজ জাহাজ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি। গতকাল মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীতে নোঙর করা লাইটারেজ জাহাজটি ভেসে এসে সেতুতে ধাক্কা দেয়। এরপর জাহাজটি সেতুতে আটকা পড়ে। এমভি সমুদা-১ নামের জাহাজটি কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল
স্রোতের প্রবাহে ভেসে সেতুতে ধাক্কা দিয়ে আটকে যায়।
ঘটনার পরপরই খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতু সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, ঘটনার পর কালুরঘাট সেতু এলাকা পরিদর্শন করেছি। কিভাবে জাহাজটি ভেসে সেতুতে আটকে গেছে তদন্ত করা হচ্ছে। সেতুর কি ধরনের ক্ষতি হয়েছে এখনই বলা যাবে না। ক্ষতি হয়েছে কি-না তা নির্ধারণ করতে একটু সময় লাগবে। ইতোমধ্যে জাহাজটির কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।