কারিতাসে মাদকনির্ভর লার্নিং শেয়ারিং সেশন

8

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন ‘ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবিদের সমাজের মূলধারায় পুনঃসম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্প হতে শর্তহীন নগদ সহায়তা পাওয়া রিকভারি ক্লায়েন্টদের ‘ক্ষুদ্র ব্যবসায় সম্ভাবনা ও ঝুঁকি বিষয়ে লার্নিং শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হয়। গত ১৩ মে সোমবার প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারে অনুষ্ঠিত সেশনে প্রকল্পের সহায়তায় ক্ষুদ্র ব্যবসারত ৪ জন নারী ক্লায়েন্টসহ মোট ২৬ জন ক্লায়েন্ট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন শিমুল, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার আব্দুল জলিল, হিসাব রক্ষক কর্মকর্তা ইকবাল হোসেন, আউটরিচ অফিসার পিল্টন তালুকদার, প্যারামেডিক সুমিতা ভট্টাচার্য, এডুকেটর তানিয়া আকতার, রোমেল পিনারু প্রমুখ। প্রকল্পটি চট্টগ্রাম শহরে বসবাসরত মাদকসেবি নারী ও পুরুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের অধীনে গ্রæপ কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, ব্যক্তিগত কাউন্সেলিং ছাড়াও রিকভারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। বিজ্ঞপ্তি