কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের

8

নিজস্ব প্রতিবেদক

নগরীতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রাইডশেয়ারিং অ্যাপ (পাঠাও) ব্যবহার করে তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গতকাল নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ের ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মোরশেদুল আলম (৩৭)। তিনি নগরীর চান্দগাঁও থানার টেকবাজারের মৌলভীপুকুর পাড় এলাকার বাসিন্দা।
বন্দর থানার উপপরিদর্শক মেহের অসীম দাশ জানান, মোরশেদ পাঠাও অ্যাপের মাধ্যমে তার মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। ইপিজেড থেকে তিনি একজন যাত্রী নিয়ে আগ্রাবাদ যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং মোড়ে যানজট থাকায় তিনি মোটরসাইকেলটি ভুল পথে চালাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোরশেদের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী সামান্য আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমি হাসপাতালে আছি। তার পরিবার থেকে ময়নাতদন্ত না করতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে।’
নিহত মোরশেদের ছোট ভাই রাশেদুল আলম বলেন, ‘আমার ভাই আগে একটি কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। এতে তার পরিবার কোনোভাবে দিনাতিপাত করছিল। তার এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে ক্লাস নাইনে আর মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। বিকেল চারটায় দুর্ঘটনার খবর শুনে আমি হাসপাতালে আসি। তার পরিবারও এখানে আছে। পুলিশকে অনুরোধ করেছি যাতে ময়নাতদন্ত ছাড়াই লাশ আমাদের দিয়ে দেওয়া হয়।’