কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ৪১ যান জব্দ

13

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দুইদিনের অভিযানে ৪১টি যানবাহন জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন মোহরা এলাকার ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. কামরুজ্জামান রাজ।
এ সময় অবৈধ, কাগজপত্র বিহীন ও মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ৪১টি যানবাহন জব্দ করা হয়েছে। এর মধ্যে নগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ২৬টি গ্রাম সিএনজি ট্যাক্সি, ১০টি ব্যাটারি চালিত অটোরিকশা, ২টি অটোটেম্পু, ২টি হিউম্যান হলার ও ১টি কাভার্ডভ্যান জব্ধ করে ড্যাম্পিং ইয়ার্ড প্রেরণ করা হয়। একই সাথে বিভিন্ন অপরাধের কারণে ৬ জন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।
টিআই মো. কামরুজ্জামান রাজ পূর্বদেশকে বলেন, ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা এবং সহকারী পুলিশ কমিশনার শরিফুল আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ, ফিটনেস বিহীন ও রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্জেন্ট মো. সাদিকুর রহমান, সার্জেন্ট মো. শাহিন, সার্জেন্ট সজল ও ট্রাফিক কনস্টেবলরা অংশ নেন।