কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু

6

কাপ্তাই প্রতিনিধি

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বেড়েছে। এতে দেশের একমাত্র কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এরমধ্যে কেন্দ্রের ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এবিষয়ে শুক্রবার (২ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। যার মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়া পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আর বাড়বে বলেও তিনি জানান।
এদিকে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য মতে, কাপ্তাই হ্রদে বর্তমানে পানি থাকার কথা ৮৯ দশমিক ৩২ মিনস সি লেভেল (এমএসএল)। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত, পানি রয়েছে ৯৩ দশমিক ০৫ এমএসএল। অর্থাৎ কাপ্তাই হ্রদে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে।
প্রসঙ্গত, হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।