কাপ্তাইয়ে চোলাই মদসহ আটক ৩

2

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশে তৈরি চোলাই মদ ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় এসআই নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া ঘাঘড়ামুখ-বড়ইছড়িগামী পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মো. আক্তার কামাল (৪৪) কে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টায় এসআই মো. খোরশিদ আলমের নেতৃত্বে কয়েকজন সিপাহী টহল ডিউটি করার সময় কাপ্তাই ইউনিয়নের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে লিচুবাগান-জেটিঘাটমুখী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানকালীন চেক পোস্টে তল্লাশির সময় ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ মো. শেখ সৈকত হোসেন শাওন (১৯) এবং ২০ গ্রাম গাঁজাসহ মো. মাকসুদুর রহমান (২৪) কে আটক করা হয়। নিজ হেফাজতে মাদক দ্রব্য রাখার অপরাধে আটক আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা করা হয়।
আটক আসামিদের গতকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার কর্মকর্তারা জানান।