কাতারের গরমের সঙ্গে জামালদের মানিয়ে নেওয়ার চেষ্টা

3

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে গরমে ত্রাহি অবস্থা। আর কাতারে তো দিনের বেলা তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা নেমে আসে ৩৬ ডিগ্রিতে। এই দেশেই লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার অনুশীলনও শুরু করেছে জামাল-তপুরা। শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠে ঘাম ঝরাচ্ছে হাভিয়ের কাবরেরা দল। আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে লেবানন ও বাংলাদেশ। নিজেদের হোম ম্যাচগুলো লেবানন খেলছে কাতারে। এবার জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বাংলাদেশের ফুটবলাররা। এমনটাই আশা দলের সহকারী কোচ হাসান আল মামুনের। তার বক্তব্য, বিশ্বকাপ বাছাইয়ে এ পর্বের শেষ ম্যাচ এটা। আমাদের প্রথম লক্ষ্য জয়। সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।