কাঠের সাঁকো ভেঙে দুর্ভোগ

5

চন্দনাইশ প্রতিনিধি

দুর্গম পাহাড়ি এলাকার ধোপাছড়ি ছড়ায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাঠের সাঁকোটি ভেঙ্গে পড়েছে। এতে ধোপাছড়িবাসীকে আবারও দুর্ভোগে পড়তে হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাতে পাহাড়ি ঢলের পানিতে কাঠের সাঁকোটি ভেঙ্গে যায়। হচ্ছে, হবে- এমন আশার বাণীতে পূর্ব ধোপাছড়িবাসীর কেটেছে ৫২ বছর। স্বাধীনতার পর সরকার পরিবর্তন হয়েছে অনেকবার। কিন্তু কালের বিবর্তনে সবখানে উন্নয়নের ছোঁয়া লাগলেও সেই ছোঁয়া পায়নি ধোপাছড়ি। ধোপাছড়ি ছড়ার উপর নির্মাণ হয়নি কোনো স্থায়ী ব্রিজ। ফলে পূর্ব ধোপাছড়ির মানুষ স্বাধীনতার ৫৩ বছর পর্যন্ত ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করেছে দীর্ঘ দিন। চরম এই দুর্ভোগ লাঘবে গত বছর উপজেলা পরিষদের অর্থায়নে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ধোপাছড়ি ছড়ার উপর নির্মিত হয় ১’শ মিটার দীর্ঘ ৭ ফুট প্রস্ত কাঠের সাঁকো। গত বছর ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সাঁকোটি উদ্বোধন করার পর পূর্ব ধোপাছড়ির শঙ্খের মুখ, ক্যাম্প পাড়া, শামুক ছড়ির শত শত মানুষ যাতায়াত শুরু করে। এই সাঁকোটি দিয়ে মোটরসাইকেল, ব্যাটারীচালিত রিকশা, টমটম, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে অবাধে।
গত ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ করে পাহাড়ি ঢলে সাঁকোটির একটি অংশে কয়েকটি খুঁটি ভেঙ্গে সাঁকোর অংশ বিশেষ ভেঙ্গে গিয়ে সাঁকো দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে। সাবেক চেয়ারম্যান মো. ইউছুফ চৌধুরী বলেন, ইতোপূর্বে এর চেয়ে বড় বড় পাহাড়ি ঢলে সাঁকোটি ভাঙ্গে নাই। এবার কিছু বাঁশ ব্যবসায়ী সাঁকোর খুঁটির সাথে বাঁশের ছালি বেঁধে রাখায় বাঁশের ছালির চাপ বহন করতে না পেরে সাঁকোটি ভেঙ্গে পড়েছে। উদ্বোধনের মাত্র ১০ মাস ১২ দিনের মাথায় সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় পুনরায় দুর্ভোগে পড়েছে পূর্ব ধোপাছড়িবাসী। জরুরিভাবে সাঁকোটি পুনঃস্থাপন দরকার।