কাজেম আলী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভা

7

নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ-চাটগাম কাজেম আলী মাস্টার ও চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। কাজেম আলী স্কুল এন্ড কলেজ সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মো. মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদ্য বিদায়ী সভাপতি সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন চসিক’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, কাজেম আলী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য মো. কপিল উদ্দীন, মো. নেছার আহমেদ ভূঁইয়া, আকতার হোসেন, মো. শওকত হোসাইন, পারভীন আক্তার, মো. জিয়াউর রহমান, দেবী দে, মর্জিনা বেগম, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ প্রমুখ। অনুষ্ঠানে কাজেম আলী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মশিউর রহমান চৌধুরী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ওপর যে অর্পিত দায়িত্ব দেয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। স্বচ্ছতা আমার অঙ্গিকার এবং মানসম্মত শিক্ষায় সুনাগরিক গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি