কাজী আছাদ আলী’র (র.) ওফাত দিবস পালিত

3

বোয়ালখালীর আহলা দরবার শরীফ প্রাঙ্গণে সারাদিন-সারারাতব্যাপী কুতুবে জমান হযরত মাওলানা শাহছুফী কাজী আছাদ আলী (র.) এর ওফাত দিবস উপলক্ষে পবিত্র বার্ষিক ওরশ মাহ্ফিল সম্পন্ন হয়েছে। এতে ওয়াজ করেন শাহছুফী মোহাম্মদ এমদাদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দীন আল-কাদেরী আল-চিশতী, শাহছুফী মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন আলকাদেরী আল চিশতী, শাহাজাদা মাওলানা মুফতী মোহাম্মদ গিয়াস উদ্দীন, শাহাজাদা মাওলানা মোহাম্মদ মেজবাহ উদ্দীন, শাহাজাদা শাহছুফী মোহাম্মদ আবরার ইবনে সেহাব, শাহাজাদা শাহছুফী মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল। আহলা দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আল কাদেরীসহ কারী খতিব মাওলানা মোহাম্মদ আল মামুন ও অন্যান্য ওলামায়ে কেরামবৃন্দ।
কুতুবে জমান হযরত মোহাম্মদ কাজী আছাদ আলী (র.) ভারতের কলকাতা আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে শিক্ষকতা করতেন। পরবর্তীতে নিজ দেশে ফিরে কাজীর বিচারক পদে নিযুক্ত হন। তিনি ইসলাম প্রচার প্রসারে ব্রতি হন। পবিত্র ওরশ মাহ্ফিলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষাধিক ভক্ত-আশেকান-মুরিদানদের সমাগম ঘটে এই ওফাত শরীফে।
কর্মসূচির মধ্যে ছিল খতমে পাক কোরআন, কেরাত, হামদ-নাত, ইসলামি গজল, দরুদ শরীফ, জিকিরের মজলিস, জেয়ারত, হুজুরের জীবনী আলোচনা। শেষে পবিত্র মসজিদুল আল আকসা ফিলিস্তিনের গাজা, মিশরের রাফাহসহ বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি