কর্ণফুলীর আজিজ নগরে মহান মে দিবসে সভা

6

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা হযরত শাহ আবদুল আজিজ (রহ.) নগরে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মহান মে দিবস পালন করেছে শাহ সুফি আজিজ নগর শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। ১ মে দিনব্যাপী শাহ সুফি আজিজ নগর শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চরলক্ষ্যা ইউনিয়নের হযরত শাহ সুফি আবদুল আজিজ (রহ.) নগর এলাকায় বিকালে সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ সুফি আজিজ নগর চত্বরে এসে শেষ হয়।
পরে ওই স্থানেই সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী রনি, প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুর রহিম। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. হারুনুর রশিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. মোশাররফ হোসেন সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হায়দার আলী শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক-মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রেখে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি