কমলা জিতলে ইসরায়েল থাকবে না: ট্রাম্প

5

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি রিপাবলিকানদের এক সমাবেশে বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন নির্বাচনে জয়ী হন, তবে ‘ইসরায়েল আর থাকবে না’। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি দাবি করেছেন, বাইডেনকে সমর্থনকারী ইহুদি ডেমোক্র্যাটদের তাদের ‘মস্তিষ্ক পরীক্ষা করানো উচিত’। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে। রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের এক সমাবেশে ট্রাম্প বলেন, যদি তারা জেতে, ইসরায়েল শেষ। শুধু এটি মনে রাখবেন। আপনারা ইসরায়েলের কথা ভুলে যেতে পারেন। এটিই ঘটতে যাচ্ছে। তাই তাদের (ইহুদি) ৫ তারিখ ভোট দিতে হবে। ট্রাম্পকে তাদের ভোট দিতে হবে। তারা যদি ভোট না দেয়, তাহলে এটি খুবই ভয়ানক পরিস্থিতি হবে।
ট্রাম্প তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন, ইহুদি ভোটারদের হ্যারিসকে সমর্থন করা উচিত নয়, কারণ তিনি মনে করেন এতে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ট্রাম্প অতীতে বারবার ইহুদি ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন এবং বলেছেন, তারা ‘ইসরায়েলকে ঘৃণা করে’। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ভোটারদের নিয়ে তার বক্তব্য আরও কঠোর হয়েছে।