কদমতলী মহল্লা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

5

কদমতলী মহল্লা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ২৬ মে প্রধান সর্দার নুরুল ইসলাম নুরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ জোবায়ের। সদস্য সচিব বদরুল হুদা মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বাইশ মহল্লা সর্দার কমিটির যুগ্ম সম্পাদক মো. তারেক, সাংগঠনিক সম্পাদক শওকত আলী।
বক্তব্য দেন কদমতলী মহল্লা কমিটির উপ-প্রধান (প্রশাসন) ইকরামুল হুদা, উপ-প্রধান (বিচার) আবদুল শুক্কুর, উপ-প্রধান (সামাজিক) সেকান্দর মিয়া, উপ-প্রধান (অর্থ) লিয়াকত আলী সর্দার, শামসুল আলী সর্দার, সাংবাদিক আলাউদ্দিন হোসেন দুলাল সর্দার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা নজরুল ইসলাম, মতিয়ারপুল মহল্লা কমিটির সভাপতি আবদুল মান্নান। সাধারণ সভায় সদস্যদের মতামতে পুনরায় নুরুল ইসলাম নুরুকে প্রধান সর্দার এবং বদরুল হুদা মুরাদকে সদস্য সচিব করে মোট ২৯ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি