কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

9

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, মধ্যম কুতুবদিয়া পাড়া, ফদনার ডেইল, নাজিরারটেকের কয়েকটি বসতবাড়িতে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। গতকাল রবিবার সকাল থেকে কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে ছিল ধমকা হাওয়া। সাগরে ৪ থেকে ৫ ফুট বেশি ছিল পানির উচ্চতা। বড় বড় ঢেউ আঁচড়ে পড়েছে সৈকতপাড়ে।
প্লাবিত অঞ্চলের লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সিপিপি, রেডক্রিসেন্ট ও কক্সবাজার পৌরসভার স্বেচ্ছাসেবকেরা কাজ করেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সমুদ্রের পাশের এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ফলে লোকজন আশ্রয়কেন্দ্রে গেছে। তাদের দুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছি আমরা’। রবিবার সকালে সৈকতের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আপদকালীন সময়ে সার্বিক যোগাযোগ রক্ষায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর হলো ০১৮৭২৬১৫১৩২। ৬৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার মজুদ আছে।