কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৮

2

কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটজন গ্রেপ্তার হয়েছেন। পিএমখালীর মাইজপাড়া থেকে গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তারের কথা জানান র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন মাইজপাড়া এলাকার কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), শফিউল্লাহ’র ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহ’র ছেলে মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দু’টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিনসহ ধামা, কিরিচ, চাইনিজ কুড়াল ও চেইন উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।
আবুল কালাম চৌধুরী বলেন, কক্সবাজারের নির্বাহি ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়। গ্রেপ্তাররা ‘সন্ত্রাসী গোষ্ঠী’। তারা পিএমখালীসহ আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন এ র‌্যাব কর্মকর্তা।