কক্সবাজারের ৩ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

7

ঈদগাঁও প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলার ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ কার্যালয়ের হলরুমে কক্সবাজার সদর, মহেশখালী, ও কুতুবদিয়াসহ ৩টি উপজলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। এসময় তাদেরকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি (অতিরিক্ত সচিব) তোফায়েল ইসলাম।
গত ৮ ই মে প্রথম ধাপে কক্সবাজার জেলায় ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হয়েছেন- কক্সবাজার সদর উপজেলায় নুরুল আবছার যিনি মোটরসাইকেল প্রতিকে ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়েছেন, মহেশখালী উপজেলায় জয়নাল আবেদীন দোয়াত কলম প্রতীকে ৩৮ হাজার ১২৯ ভোট ও কুতুবদিয়া উপজেলায় হানিফ বিন কাশেম ঘোড়া প্রতিকে ২৭ হাজার ৩৯৪ ভোটে বিজয় লাভ করেন। একই দিন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে।