এ্যালেন অনিক ভট্টাচার্যের বঙ্গবন্ধুর আদর্শিক বাণী সম্বলিত প্রদর্শনী

12

বঙ্গবন্ধুর আদর্শ আজ জাতীয় জীবনে বড়ই প্রয়োজন বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাতিক্রমী উদ্যগে বঙ্গবন্ধুর আদর্শিক বাণী সম্বলিত ৫৫টি ছবির বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তারা এই মন্তব্য করেন ।
৫দিন ব্যাপী এই বিশেষ প্রদর্শনীর শেষ দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার), চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এম আর আজিম, চ্যানেল এস এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ জামাল হোসাইন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এবং ব্যাবসায়ী সংগঠক খায়রুল ইসলাম কক্সি, সাবেক ছাত্রলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক এ কে এম আবু সাঈদ প্রমুখ। প্রদর্শনীর অন্যতম সমন্বয়ক আবুল বাসার প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করেন। পুরো প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা সৃজন এবং প্রদর্শক ছিলেন গণমাধ্যমকর্মী এ্যালেন অনিক ভট্টাচার্য। আলোচনা সভা শেষে সকলেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি