এন্দ্রিক-মদ্রিচের রেকর্ড, জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের

2

স্পোর্টস ডেস্ক

পারফরম্যান্স খরার পাশাপাশি অল্প বয়সেই বিয়ে করা নিয়ে সমালোচিত চলছে এন্দ্রিককে নিয়ে। সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই করলেন গোল। সঙ্গে কিলিয়ান এমবাপ্পে ও আন্টনিও রুডিগারের গোলে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। কিছুক্ষণ পর ডেনিস উনদাবের গোলে স্টুটগার্ট সমতায় ফিরলেও শেষদিকে রুডিগার ও এন্দ্রিকের গোলে জয় নিয়ে ফেরে লস বøাঙ্কোসরা। ৩৯ বছর ৮ দিন বয়সে অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন মদ্রিচ। রায়ান গিগস ও আমেদো কারবোনির পর তৃতীয় বয়োজ্যেষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাসিস্টের রেকর্ড এখন তার। যোগ করা সময়ে গোল করে রেকর্ড গড়েন এন্দ্রিকও। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার (১৮ বছর ৫৮ দিন) হিসেবে গোল করার রেকর্ড এখন তারই। আগের রেকর্ডটি করেন রাউল গনসালেস (১৮ বছর ১১৩ দিন)।