একাডেমিক শিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আহবান

4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৪ মে দুপুর ১২ টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ-দৌল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান ও প্রফেসর ড. লায়লা খালেদা। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. মো. ওয়াহিদুল আলম। উপাচার্য তাঁর বক্তব্যে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের প্রতি আগ্রহী হয়ে প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হয়ে নিজেদের তৈরি করার পরামর্শ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সভাপতি রওনাক রওশন ফিহা এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য এম এ মুশফিক হাসান ও ঐশর্য চৌধুরীর সঞ্চালনায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ। অনুষ্ঠানে এলামনাইদের পক্ষে মহিমা চৌধুরী, অনন্যা দে, গুল নাহার আক্তার তিশা, আবদুল মুহাইমিন ওয়াসি, শাহারিয়াজ দিদারুল ইসলাম এবং নবীনদের পক্ষে মো. রাকিন হোসেন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। দিনব্যাপি অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ইসরাত জাহান ইলা, সংগঠনের বর্তমান কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ও অনুষ্ঠানের আহব্বায়ক মো. ইকরামুল হক ইকরামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিইউএসএস এর তথ্যচিত্র প্রদর্শন, মধ্যাহ্নভোজ, নবীন ও প্রাক্তন সদস্যদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।