একই দিনে পোস্টারে বাঁধন অপূর্ব ধরা দিলেন টিজারে

2

দেশের পরীক্ষিত অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার কাকতালীয়ভাবে তাদের দুজনেরই নতুন প্রজেক্টের ঝলক সামনে এসেছে। একই দিনে পোস্টার নিয়ে হাজির হলেন বাঁধন আর অপূর্ব ধরা দিলেন টিজারে। জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুর পর তদন্ত নিয়ে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন শিহাব শাহীন। নতুন সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে। সেই ‘গোলাম মানুন’র টিজার এলো প্রকাশ্যে। টিজারের সঙ্গে জানানো হয়েছে, ‘গোলাম মামুন’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। সিরিজটিতে আরও থাকছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ প্রমুখ। অন্যদিকে বাঁধন সামনে এলেন তার নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’র অফিসিয়াল পোস্টার নিয়ে। যেটা নির্মাণ করেছেন সানী সানোয়ার। ছবিতে চৌকস পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
বাঁধন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।