এই অপমান কি আমার প্রাপ্য ছিল: জ্যোতি

2

সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা একাডেমি ছেড়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিন বেলা ১২ টার দিকে অফিসে প্রবেশ করেন জ্যোতি। সেখানে নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে দেখা করতে যান এই অভিনেত্রী। এরপর রুম থেকে বের হতেই সহকর্মীদের তোপের মুখে পড়েন। একপর্যায়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করতে বাধ্য হন তিনি। ঘটনার পরপরই ফেসবুক লাইভে আসেন জ্যোতি। যেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। লাইভে একপর্যায়ে তিনি প্রশ্ন রেখে বলেন, এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব?
শুরুতেই জ্যোতি বলেন, ‘আমাকে নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন, আমি ঠিক আছি কিনা, তা জানতে চাইছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমি ঠিক আছি। তবে মানসিকভাবে আমি একদমই ঠিক নেই। জানিনা কতদিন লাগবে এসব কাটিয়ে উঠতে।’ এরপর শিল্পকলা একাডেমিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, ‘দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে কাজ করছিলাম। এখনো আমার মেয়াদ শেষ হয়নি এবং নিয়োগ বাতিলেরও কোনো প্রক্রিয়া এখনো হয়নি। সুতরাং আমার চাকরিটা আছে। গত দুই মাস ধরে দেশে যা চলছে, তারপর থেকে শিল্পকলা একাডেমির অফিসের কাজ মোটামুটি বন্ধই বলা যায়। সপ্তাহখানেক হয়েছে নতুন ডিজি এসেছেন, তাই আমার মনে হয়েছে আমার অফিসে যাওয়া উচিত। যদিও সচিব স্যারের, পরামর্শ ছিল- আমি যাতে এখন শিল্পকলায় না যাই। কিন্তু আমার চাকরি এখনো আছে। আমারও ভালো লাগছিল না, তাই গিয়েছিলাম।’