উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহাথেরো আর নেই

0

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও উপ-সংঘরাজ, বিশিষ্ট শিক্ষাবিদ, রাউজান
আধারমানিক বোধি নিকেতন বিহারের অধ্যক্ষ জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাথেরো (৮০) আর নেই। গতকাল বিকাল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাষ করেন। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আয়োজনে তাঁর প্রথম অনিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো। বক্তব্য রাখেন প্রফেসর ড. জিনবোধি মহাথেরো, প্রিয়রত্ন মহাথেরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, ধর্মীয় সচিব তিলোকাবংশ মহাথেরো, শিক্ষা ও সংস্কৃতি সচিব শীলজ্যোতি মহাথেরো, দপ্তর সচিব রতনানন্দ থেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, আর্যপ্রিয় মহাথেরো, ড. দীপঙ্কর থেরো, অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, এডভোকেট সুজন বড়ুয়া, অনুজ বড়ুয়া, অনুত্তর বড়ুয়া প্রমুখ। প্রয়াতের মরদেহ আঁধারমানিক বোধিনিকেতন বিহারে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে। এদিকে তাঁর মৃত্যুতে বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ জলদী ধর্মরত্ন বিহার সেবা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি