ঈদগাঁওতে মোবাইলের অপব্যবহার, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে সচেতনতা সভা

7

ঈদগাঁও প্রতিনিধি

মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, পাচার, মোবাইলের অপব্যবহার এবং গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত ১১ জুলাই ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
প্রায় ২ শতাধিক ছাত্রীদের নিয়ে এ সচেতনতা মূলক সভাটি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন, ঈদগাঁওকে অপরাধমুক্ত রাখতে সামাজিকভাবে সচেতনতা মূলক সভা করা হচ্ছে। সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, গুজব, মোবাইলের অপব্যবহার, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধ সংঘঠিত হওয়ার সম্ভাবনা দেখলে জাতীয় জরুরি সেবা অথবা থানায় তাৎক্ষণিক খবর জানাতে উদ্বুদ্ধ করা হয়েছে শিক্ষার্থীদের।