ইসলামের শুরু থেকে মসজিদ মুসলিম সমাজের প্রাণস্পন্দন

1

ইসলামের শুরু থেকে মসজিদ ছিল মুসলিম সমাজের প্রাণস্পন্দন। ইতিহাসের ভাঙাগড়া, দু:খ-আনন্দ ও জয়-পরাজয়ে মসজিদসমূহ মুসলমানদের সামনে বাতিঘরের ভূমিকা পালন করেছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এখনো আমাদের সমাজে সর্বজনীন শিক্ষার আলো বিতরণ, যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্র দূরিকরণ, পবিত্রতা ও পরিচ্ছনতার চেতনা জাগ্রত করে জনস্বাস্থ্যের উন্নয়ন, সর্বোপরি সমাজের সর্বত্র ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বাতাবরণ তৈরিতে মসজিদসমূহ এবং সম্মানিত ইমাম সাহেবগণ অবদান রাখতে পারেন। বক্তাগণ বর্তমান পরিস্থিতিতে নামাজ ও ইবাদতের জন্য পুরুষদের মতো মহিলাদের বেলায়ও দেশের সকল মসজিদে সুযোগ রাখার জন্য আহবান জানান। ২৫ মে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে আয়োজিত সেমিনারে আলোচকগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ‘মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন: বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ মওলানা মীর মুহাম্মদ আখতর (রা) এর মিশন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী। প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আমান উল্লাহ খান। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আর্টস ফ্যাকাল্টির সাবেক ডীন ড. মাহফুজুর রহমান, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার সহ-সভাপতি আলহাজ আবদুল মালেক মোল্লা, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নূরুল হুদা, মসজিদ বায়তুশ শরফ ঢাকার খতিব মওলানা জাফর আহমদ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকার সহ-সভাপতি আলহাজ জহুরুল ইসলাম চৌধরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, খুলনা বায়তুশ শরফ মসজিদের খতিব মওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ, কক্সবাজার বায়তুশ শরফের প্রতিনিধি হাফেজ মুজিবুর রহমান বেলাল ও আনোয়ারুল আজিম আজাদ। বিজ্ঞপ্তি