ইসলামিক ফ্রন্টের ত্রাণসামগ্রী বিতরণ

2

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বন্যার্তদের জন্য গঠিত সহায়তা সেল এর প্রধান পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেছেন- বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। পানিবন্দি মানুষের দুর্ভোগ- ভোগান্তি কোন অম্ত নেই। বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছলেও এখনো অনেক স্থানে ত্রান পৌঁছে নি। এসব স্থানসমূহ চিহ্নিত পূর্বক দ্রুত ত্রান পৌছানোর আশু ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া দূর্গত এলাকায় ত্রাণ তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনেও মনোযোগ নিবিষ্ট করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালীর নেতৃত্বে একটি রিলিফ টিম গত ২৭ আগস্ট কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাইঘর গ্রামে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করেন। এসময় তাঁর সাথে ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) তরিকুল হাসান লিংকন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু বাকার, মাওলানা আল আমিন দেওয়ান,খোরশেদ আলম প্রধানিয়া, এস এম তারেক হোসাইন ও ছৈয়দ মাওলানা গোলাম হায়দার হাসিব প্রমূখ। এছাড়া ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, মিরসরাই ও ফটিকছড়ির দুর্গত এলাকা সমূহতে স্থানীয় নেতাকর্মীরা নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিজ্ঞপ্তি