ইসরায়েলের বিচারের এখতিয়ার আইসিসির নেই: যুক্তরাষ্ট্র

7

ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের কোনো এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল মঙ্গলবার এমনটি বলেন। হেগ-ভিত্তিক আদালতটি গাজায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকান্ডের জন্য ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, এমন খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র এ কথা বললেন। বøæমবার্গ সোমবার প্রতিবেদনে জানায়, জি-৭ দেশগুলো আইসিসিকে বলেছে, তদন্তকারীরা সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের টার্গেট করলে দেশটি সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে ফিরে আসতে পারে। নাগরিকদের ওপর আইসিসির এখতিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র।