ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ’র আলোচনা

5

গাজায় হামলা চালানোয় প্রথমবারের মতো ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন না মানায় ইসরায়েলের ওপর এমন পদক্ষেপের কথা ভাবছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের পর সাংবাদিকদের মার্টিন বলেন, আন্তর্জাতিক মানবিক আইনি প্রতিষ্ঠানগুলিকে সমুন্নত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে স্পষ্ট ঐকমত্য ছিল। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে যে, ইসরায়েলকে অবিলম্বে রাফাহতে হামলা বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে। তারপরও রাফাহতে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। রবিবার তাল আস-সুলতান এলাকার শরণার্থী শিবিরে হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ নেতারা।