ইসরায়েলকে ২ হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

3

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের কাছে প্রায় ২ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের আওতায় যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামাদি রয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পেন্টাগন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ওই বিবৃতিতে বলা হয়েছে, এফ-১৫ বিমান এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য ১ হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই অস্ত্রগুলোর মধ্যে ট্যাংক কার্তুজ, এক্সপ্লোসিভ মর্টার কার্তুজ ও সামরিক যান রয়েছে। তবে ঠিক কবে সেগুলো সরবরাহ করা হবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৯ সালে যুদ্ধবিমান এবং ২০২৬ সালে অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ শুরু হতে পারে। পেন্টাগন বলেছে, ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটির আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।’ মার্কিন সামরিক সহায়তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইসরায়েলকে সহযোগিতার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।