‘ইমাম বুখারীর (রহ.) জীবনে শ্রেষ্ঠতম কাজ সহিহ বুখারী’

3

ইমাম বুখারী (রহ.)’র জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে সহিহ বুখারী রচনা। ইমাম বুখারী (রহ.) তার হাদীস গ্রন্থ বুখারী শরীফের সংকলনকালে সর্বদা রোজা রাখতেন এবং প্রতিটি হাদীস গ্রন্থ সন্নিবেশিত করার আগে গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায় করে মুরাকাবা ও ধ্যানের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন। তিনি তার গ্রন্থে সহিহ হাদিস ব্যতীত অন্যকোন হাদিস উল্লেখ করেননি। তিনি দীর্ঘ ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ গ্রন্থখানি রচনা করেন। যা পুরো মুসলিম বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ হাদীস গ্রন্থ। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে খতমে বুখারী শরীফে মূখ্য আলোচকের বক্তব্যে প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী উপরোক্ত কথাগুলো বলেন। মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র চেয়ারম্যান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ আলী হোসেন আরিফ’র সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাহফিলে বরেণ্য আলেমগণের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল হালিম রেজভী, আল্লামা আবুল হাশেম শাহ, আল্লামা আবু তাহের কাদেরী, অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, ড. আল্লামা লিয়াকত আলী আল কাদেরী, আল্লামা আলাউদ্দিন আল কাদেরী, আল্লামা ইউনুস রজভী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, আল্লামা জুলফিকার আলী, মাওলানা আবদুস সাত্তার নুরী, ড. মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, আলহাজ্ব মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. নাছির উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা জোবাইদুল ফকির, শেখ হামিম রেজা, শেখ তোহা কাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি