ইমরান ও বুশরা বিবির সাজা স্থগিতের আবেদন খারিজ

2

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলায় সাত বছরের সাজা স্থগিতের আবেদন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত খারিজ করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা এই রায় ঘোষণা করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বুশরা বিবির সাবেক স্বামী ফারিদ মানেকার অভিযোগের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন, বুশরা বিবি ইদ্দতকালীন ইমরান খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সিনিয়র সিভিল জজ কুদরাতুল্লাহ এই মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে সাত বছরের কারাদন্ড ও ৫ লাখ রুপি জরিমানা করে রায় দিয়েছিলেন।