ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশ’র সভা

3

স্বেচ্ছাসেবী, সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠন ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অফ বাংলাদেশ’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক নাবিল হাসান, এ এস এম রেজোয়ান ভূঁইয়া ও নোমান বিন খুরশীদ। সভায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করে ‘বনায়ন’ প্রকল্পের একাধিক উপ-প্রকল্পের মাধ্যমে ২৫০টি গাছের চারা রোপন ও বিতরণ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সংগঠনের গঠনতন্ত্রসহ একাধিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ‘বনায়ন’ প্রকল্পে পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত নেয় সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা করছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট ভূমির ২৫ শতাংশ বৃক্ষ আচ্ছাদনে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সংগঠনটির বনায়ন প্রকল্পটি সহায়ক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি