ইউসিটিসিতে সেমিনার

4

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) আইবি ওয়ার্কশপ এর উপর সেমিনার গত ২ মে আয়োজন করা হয়। ইউসিটিসি অডিটোরিয়ামে সেমিনারের বিষয়বস্তু ছিল- বাংলাদেশের প্রেক্ষাপটে আইবি অ্যাক্রেডিটেশন এর সম্ভাবনা, সুযোগ ও মূল্যায়ন। পেপার প্রেজেন্টেশন করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এম এম মোশাররফ হোসেন। সেমিনার উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ও একাউন্টস এর পরিচালক মো. আব্দুল কাদের তালুকদার, ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল নূর আজীজি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক এস এম শহিদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি