ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

3

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। শনিবার (১ সেপ্টেম্বর) রাতে মস্কো শহরের ওপর দুটি এবং আশেপাশের মস্কো অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। রুশ মন্ত্রণালয়ের দাবি অনুসারে, কুরস্ক অঞ্চলে ৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়। এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করছে রুশ ভূখন্ডে। এছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে ৩৪টি, ভোরোনেজ অঞ্চলে ২৮টি এবং বেলগোরোদ অঞ্চলে ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর উত্তর-পশ্চিমে টভার অঞ্চলে এবং রাজধানীর উত্তর-পূর্বে ইভানোভো অঞ্চলেও একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার ১৫টি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্য একটি অঞ্চলের গভর্নরও জানিয়েছেন, তাদের অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর আকাশে ধ্বংস হওয়া দুটি ড্রোনের একটি থেকে পড়া ধ্বংসাবশেষে একটি তেল শোধনাগারে আগুন লেগে যায়। ইউক্রেনের ড্রোন হামলাগুলো যুদ্ধক্ষেত্রের অনেক দূরে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করছে।