ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

3

স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরু হতে তখনো ঘণ্টাখানেক বাকি। কিন্তু প্রকৃতি এমনই রূপ নিয়েছে যে, এই ম্যাচে অন্তত পাঁচ ওভার লড়াইয়ের আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। তাই টসের অপেক্ষা না করে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চার ম্যাচের সিরিজ খেলছে ইংল্যান্ড-পাকিস্তান।
সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ক্রিকেটের ছোট সংস্করণে আর দেখা হয়নি তাদের। কিন্তু দেড় বছর পর সেই সাক্ষাতে বাগড়া দিল বৃষ্টি। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন এজবাস্টনে।