আহলে সুন্নাতের সম্প্রীতি সমাবেশ

5

কর্ণফুলী, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত আয়োজিত এক শান্তি ও সম্প্রীতি সমাবেশ অধ্যক্ষ আল্লামা হাসান রেজভীর সভাপতিত্বে স্থানিয় একটি কমিউনিটি সেন্টারে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বিশিষ্ট রাজনীতিক আল্লামা এম এ মাবুদ। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত মহানগর সভাপতি আল্লামা শাহ নুর মোহাম্মদ আল-কাদেরি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ নাসির। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু ছাদেক রেজভী, সংগঠক হাবিবুল মোস্তফা ছিদ্দিকী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ অহিদুল্লাহ সিরাজি,মাওলানা ইকরাম, মুনির সিরাজী,চরলক্ষ্যা প্রতিনিধি মাওলানা সরওয়ার আলম, চরপাথরঘাটা হতে মাওলানা কামরুল ইসলাম, শিকলবাহা হতে মাওলানা জামিল, বড়উঠান হতে মাওলানা ইমরান, যুবনেতা আবদুল করিম,ছাত্রনেতা নাঈম উদ্দীন কুরআন তেলাওয়াত ক্বারী ফোরকান, নাতে রাসুল দ শায়ের নুরুল্লাহ মাহির। সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও শান্তি ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, কিছু ছাত্র ছাত্রী কতৃক দেশব্যাপী স্কুল কলেজ মাদরাসায় শিক্ষকদের জোর পূর্বক পদত্যাগে বাধ্য করা ও লাঞ্ছিত করা এবং মসজিদ মাদরাসা দখল করে এক শ্রেনির নামধারী মুসলমান দেশে নতুন করে একটি অরাজগতা সৃষ্টির পায়তারা করছে। যা জাতির জন্য কলংকও বটে। বক্তারা অবিলম্বে এহেন জগন্যতম কর্যকলাপ বন্ধে আন্তবর্তিকালীন সরকার ও ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি