আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও শাহ আমিনীয়া ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

8

বায়েজিদ থানাস্থ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের আলহাজ শাহ সুফী আল্লামা কাযী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মাজিআ) এর অনুমতিক্রমে, গত ২৫, ২৬, ২৭, ২৮ আগষ্ট ফেনী, কুমিল্লা, বসন্তপুর, চান্দিনা, হবিগঞ্জ, নোয়াখালী, সেনবাগ, দাগনভুঞা, হারুয়ালছড়ী, পাঠিয়ালছড়ী, লম্বাবিল, সুয়াবিল, নারায়ণহাট, ভুজপুর, কার্তিকপুর, হাসনাবাদ, সাদীনগর সহ আশেপাশের এলাকায় আধ্যাত্মিক মানব সেবা মূলক অরাজনৈতিক সংগঠন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, শাহ আমিনীয়া ফাউন্ডেশন ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায়, বন্যায়কবলিত অসহায় প্রায় ২০ হাজার বানবাসির মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় পীরে ত্বরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেন, দেশে বন্যাপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসা ও মানবিক সাহায্য দিয়ে অবদান রাখা আমাদের তথা দেশবাসীর নৈতিক দায়িত্ব। এলক্ষ্যেই আমাদের আল আমিন হাশেমী দরবার শরীফ তথা শাহ আমিনীয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে এই কর্মসূচী দিয়ে বানবাসী মানুষের পাশেই আছেন। এই দূর্যোগপূর্ণ মুহুর্তে আরো দ্বিগুণ উৎসাহে ত্রাণ সামগ্রী, আর্থিক অর্থ নিয়ে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন, শাহজাদা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব এবং উপরোক্ত ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও সদস্যগণ। পরিশেষে দেশ-জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচী শেষ করা হয়। বিজ্ঞপ্তি