আল-মানারাহ হজ কাফেলার হজ প্রশিক্ষণ কর্মশালা

5

ইসলামের পাঁচটি ফরজ ইবাদতের মধ্যে অন্যতম হলো হজ। প্রত্যেক সামার্থবান মুসলমানের উপর জীবনের একবার হজ ফরজ। এর মাধ্যেমের মুসলমানরা আত্ম পরিশুদ্ধি অর্জন এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করে। তবে হজ পালনে বিভিন্ন নিময়কানুন জানতে হয়। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের হাজীদের হজ সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছেন আল-মানারাহ হজ কাফেলা।
বৃহস্পতিবার মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক হাজী এবং তাদের স্বজন উপস্থিত ছিলেন। আল-মানারাহ হজ কাফেলার সত্তাধিকারী আলহাজ মাওলানা মুহাম্মাদ কুতুবউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলজামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া। বিশেষ অতিথি হিসেবে হাজীদের প্রশিক্ষণ দেন আল মারকাজুল ইসলামী দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহি উদ্দীন হেলালী, জামিয়া দারুল মারিফ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আফিফ ফোরকান, আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুস সাত্তার। প্রশিক্ষণ কর্মশালা শেষে হাজীদের সম্মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। এসময় আল-মানারাহ হজ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি